বর্তমান জীবন যাত্রায় বিদ্যুৎ একটি অপরিহার্য বিষয়। বিদ্যুৎ ছাড়া একমুহূর্ত কাটানো প্রায় অসম্ভব বর্তমান দৈনন্দিন জীবনে। আর সকলকে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিতে ভারত সরকার ঘোষণা করেছে নতুন এক স্কিম। নতুন এই প্রকল্পের নাম সোলার রুফটফ সাবসিডি স্কিম।
এই স্কিমের মাধ্যমে আপনি বিনামূল্যে বিদ্যুৎ পাবেন টানা ২০ বছর ধরে। আর এই সুবিধে পাবেন দেশের সকল পরিবার ও নাগরিক। সরকারি এই প্রকল্পের সাহায্য নিয়ে আপনি আপনার বাড়ির ছাদে বসাতে পারেন সোলার প্যানেল।
আর এই সোলার রুফটফ প্রকল্পে অংশ গ্রহণ করতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন বিদ্যুৎ বিতরণ কোম্পানির নিকটস্ত অফিসে।
প্রসঙ্গত, প্রচলিত শক্তির ভান্ডার ক্রমশ ফুরিয়ে আসছে তাই সরকারের নজর এবার বিকল্প শক্তির দিকে। আর এই বিকল্প শক্তির বাস্তবায়ন সম্ভব হলে মিতে যাবে বিদ্যুতের চাহিদা সেই সাথে সুষ্ঠ ও সতেজ থাকবে পরিবেশ।