সুখবর! বাঙালি হলে এই খবরটি আপনার জন্য,বাংলা ভাষা নিয়ে করবেন গর্ব বোধ

এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত সব তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি বাংলাতেও প্রকাশ করা হবে।।

জাতিসংঘের সাধারণ সভায় পাশ হয়েছে বহুভাষা ব্যবহারের প্রস্তাব। গত শুক্রবার (১০ জুন) এই প্রস্তাব পাশ হয়।

এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে।

ইংরেজি, ফরাসি, রুশ, ম্যান্ডারিন, আরবি ও স্প্যানিশ- এই ছয়টি ভাষায় মূলত এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হতো।

এবার সেখানে যুক্ত হলো বাংলা, উর্দু এবং হিন্দিও।

জনসংখ্যার দিক থেকে বাংলা বিশ্বের ৭ম ভাষা। বিশ্বের ৩৩ কোটি মানুষের মাতৃভাষা বাংলা

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy