সুখবর! পেট্রলের পর ভারতে এবার কমলো ভোজ্যতেলের দাম, জেনেনিন কত কমল?

পেট্রলের পর ভারতে এবার কমলো ভোজ্যতেলের দামও। গত সপ্তাহে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ভারতে ভোজ্যতেলের দাম নিম্নমুখী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন, পাম, সরিষা- রান্নায় ব্যবহৃত প্রায় সব ধরনের তেলের দামই উল্লেখযোগ্য হারে কমতে দেখা গেছে।

সোমবার (২৩ মে) ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে বেশিরভাগ তেলবীজের দাম কমেছে। ফলে কাচি ঘানি সরিষার তেলের দাম কমেছে প্রতি টিনে (১৫ কেজি) ৪০ টাকা। এছাড়া সয়াবিনের দাম কমেছে লিটারপ্রতি চার থেকে পাঁচ টাকা।

জানা গেছে, ভারতে এক সপ্তাহের ব্যবধানে সরিষার দাম প্রতি কুইন্টালে (১০০ কেজি) ১০০ টাকা কমে ৭ হাজার ৫১৫ থেকে ৭ হাজার ৫৬৫ টাকা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরিষা দাদরি তেলের দাম ২৫০ টাকা কমিয়ে কুইন্টালপ্রতি ১৫ হাজার ৫০ টাকা করা হয়েছে। সরিষা পাক্কি ঘানি ও কাচ্চি ঘানি তেলের দাম প্রতি টিনে (১৫ কেজি) ৪০ টাকা কমিয়ে যথাক্রমে ২ হাজার ৩৬৫ থেকে ২ হাজার ৪৪৫ এবং ২ হাজার ৪০৫ থেকে ২ হাজার ৫১৫ টাকা হয়েছে।

ভারতে সয়াবিন দানা ও সয়াবিন তেলের দামও কমেছে। সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ থেকে ৫০০ টাকা কমানো হয়েছে। দিল্লির পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ টাকা কমে ১৬ হাজার ৬৫০ টাকা হয়েছে। অর্থাৎ, সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা কমেছে।

অপরিশোধিত পাম তেলের দাম প্রতি কুইন্টালে ৫০০ টাকা কমে ১৪ হাজার ৮৫০ টাকা হয়েছে। দিল্লিতে পামোলিনের দাম প্রতি কুইন্টালে ৬০০ টাকা কমে ১৬ হাজার ৩৫০ এবং কান্দলায় ৫২০ টাকা কমে ১৫ হাজার ২০০ টাকাতে দাঁড়িয়েছে।

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ভারতে বাদাম তেলের দাম প্রতি টিনে ২৫ টাকা কমে ২ হাজার ৬২৫ থেকে ২ হাজার ৮১৫ টাকা বিক্রি হচ্ছে।

এর আগে, চলতি সপ্তাহে ভারতে পেট্রল ও ডিজেলে শুল্ক কমানোর ঘোষণা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে পেট্রলের দাম কমেছে লিটারপ্রতি সাড়ে নয় টাকা ও ডিজেলে সাত টাকা। দাম কমছে রান্নার গ্যাসেরও। এ প্রকল্পে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরে ১২টি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে এ ছাড় পাবেন গ্রাহকরা।

সূত্র: জি নিউজ, আজতাক

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy