
দক্ষিণ ভারতীয় চিত্রনায়িকা প্রণীতা সুভাষের ভক্তদের জন্য সুখবর। তিনি কন্যাসন্তানের মা হয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম সন্তানের মা হওয়ার ঘোষণা দেন প্রণীতা সুভাষ। তাঁর স্বামী নিতীন রাজু। হাসপাতাল থেকে একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রণীতা।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কন্যাসন্তানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মা প্রণীতা। সব ছবিই ভালোবাসায় পূর্ণ। আর সেটা প্রণীতার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে!
বলিউড বাবলের খবর, এ বছরের এপ্রিলে মা হতে যাওয়ার খবর জানান প্রণীতা নিজেই। স্বামীর সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেন সামাজিক পাতায়। সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রেগন্যান্সি ফটোশুটও শেয়ার করেন প্রণীতা সুভাষ।
২০১০ সালে কন্নড় সিনেমা দিয়ে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক প্রণীতা সুভাষের। এরপর তেলেগু, তামিল ও হিন্দি সিনেমায় কাজ করেছেন। ২০২১ সালের ৩০ মে ব্যবসায়ী নিতীন রাজুকে বিয়ে করেন প্রণীতা।