
ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু অংশ তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে ভুগছে। সপ্তাহান্তে দেশটির রাজধানী দিল্লিতে দিনের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার আশঙ্কা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে রবিবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে দেশটির বেঙ্গালুরুর আবহাওয়া পরিস্থিতি একেবারেই আলাদা।
গত বুধবার বেঙ্গালুরুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সেখানকার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১১ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গার্ডেন সিটি খ্যাত বেঙ্গালুরুর তাপমাত্র সিমলা (হিমাচল প্রদেশে) এবং মুসৌরির (উত্তরাখণ্ডে) তুলনায় শীতল রয়েছে। একই দিন সিমলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং মুসৌরির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এই খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই নিজেদের মোবাইলের আবহাওয়া বিষয়ক অ্যাপ-এর স্ক্রিনশট টুইটারে পোস্ট করছেন। অনেকেই মজা করে বলছেন, তারা বেঙ্গালুরুতে স্থানান্তর হওয়ার পরিকল্পনা করছেন।
সূত্র: এনডিটিভি।