“সামান্থার সঙ্গে বিচ্ছেদে কেন ভিলেন বানানো হচ্ছে”- প্রশ্ন নাগা চৈতন্যর

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। ভালোবেসে বিয়ে করে চার বছর তিনি সংসার করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে। এরপর আসে বিচ্ছেদ। তাদের বিচ্ছেদ হতাশ করেছে ভক্তদের। এখনো নানা প্রসঙ্গে উঠে আসে তাদের আলোচনা।

ভাঙনের এক বছর পর মুখ খুললেন নাগা। সম্প্রতি ‌‌‘র ফর টকস উইথ ভিকে’ পডকাস্টে একটি সাক্ষাৎকারে নাগা চৈতন্য তার ব্যক্তিগত জীবনের কঠিন সিদ্ধান্তটি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, এই ধরনের একটি সংবেদনশীল বিষয় যখন মিডিয়ার জন্য বিনোদনের বিষয় হয়ে ওঠে তখন সেটা তাকে অবাক করে দেয়।

তিনি বলেন, ‘আমরা আমাদের ডিভোর্সের গোপনীয়তা চেয়েছিলাম। সেটা হয়নি। বিষয়টি এখন ইন্ডাস্ট্রির বড় খবরের শিরোনাম হয়ে গেছে। এটা এখন গসিপে পরিণত হয়েছে। বিনোদনের অংশ হয়ে উঠেছে মনে হচ্ছে। আমাদের ভেতর-বাইরের সবই প্রকাশিত। যেগুলো সত্যি নয় এবং রঙ মাখানো বিষয়গুলোও সত্যি গল্পের মতো করে প্রকাশ হয়েছে। এটা উচিত না।’

নাগা চৈতন্য আরও বলেন, তিনি এবং সামান্থা দুজনেই নিজেদের কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একে অপরকে এখনও শ্রদ্ধা করেন তারা।

সেই সাক্ষাৎকারে অভিনেতা হতাশা প্রকাশ করে বলেন, তাকে এই বিচ্ছেদের জন্য প্রায়ই অপরাধী হিসেবে দেখা হয়। অথচ বিষয়টি ছিল একেবারেই পারস্পরিক সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এটা শুধুমাত্র আমার জীবনে হয়নি, তাহলে কেন আমাকে একা অপরাধী হিসেবে দেখা হচ্ছে? আমি একটি ব্রোকেন ফ্যামিলির সন্তান। আমি জানি এর অভিজ্ঞতা কতো তিক্ত। সামান্থার সঙ্গে তাই সম্পর্ক ভাঙার আগে ১ হাজারবার ভেবেছি। কারণ ভাঙনের কি প্রভাব তা আমি জানি। তবুও এটা প্রয়োজন ছিল। তাই দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বলা যায় বাধ্য ছিলাম নিজেদের আলাদা পথ খুঁজে নিতে।’

সাক্ষাৎকারের শেষে নাগা চৈতন্য বলেন, তার এবং সামান্থার বিচ্ছেদ কোনো একদিনের বিষয় ছিল না। দিনে দিনে অনেককিছুই এমন ঘটেছে যা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই বিচ্ছেদ নিয়ে এখনও তিনি কষ্ট পান। তবে চেষ্টা করছেন জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে।

তিনি ব্যক্তিগত জীবনে নতুন দিকের দিকে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী। নাগা বিচ্ছেদের পর সবিতা ধুলিপালার সঙ্গে নতুন বিবাহিত জীবন শুরু করেছেন। তিনি মনে করেন, সামান্থাও তার জীবন এগিয়ে নিচ্ছেন। তারা এখনও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে থাকতে পারছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy