সাবার মন জুড়ে কেবলই ‘ডিভোর্সি’ ও দুই বাচ্চার বাবা হৃত্বিক!

বিটাউনে গেল কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে বলিউড তারকা হৃত্বিক রোশান ও গায়িকা সাবা আজাদের প্রেম নিয়ে। প্রায়ই বিভিন্ন জায়গায় হাতে হাত রাখা অবস্থায় পাপারাজ্জিদের লেন্সবন্দি হন এই তারকা জুটি। আর এবার ছুটি কাটাতে প্যারিসে উড়াল দিয়েছেন তারা।

সেখান থেকেই এবার ইনস্টাগ্রামে নিজের এই ছবি শেয়ার করে সাবা লিখেছেন, ‘সেলফি নয়, আমার কফিও নয়… ছবি তুলেছেন হৃতিক রোশান’। বোঝাই যাচ্ছে, সব ভুলে সাবার মন জুড়ে কেবলই হৃত্বিক।

বয়সে ১৭ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে হৃত্বিকের ঘনিষ্ঠতা নিয়ে একদিকে যেমন চর্চার শেষ নেই, তেমনই সেই জল্পনায় শিলমোহর দিতে কিছুই বাকি রাখছেন না দুজনে।

সাবার এই ছবি দেখে হৃতিকের বোন পশমিনা রোশন লেখেন, ‘তুমি ভীষণ সুন্দরী’। সাবার উদ্দেশে এক বন্ধুর বার্তা, ‘তোমার ছবিটা সুন্দর, তবে তোমার মনের মানুষটি আরও বেশি সুন্দর’। নেটিজেনদের অনেকেই আনন্দ প্রকাশ করে লেখেন, ‘হৃতিক আবারও তার ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে, এটাই সবচয়ে ভালো ব্যাপার’।

২০১৪ সালে দীর্ঘ ১৪ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানেন হৃতিক রোশান ও সুজান খান। বিচ্ছেদে হলেও তারা এখনও ভাল বন্ধু। সন্তানদের জন্য গত বছর লকডাউনের অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছিলেন তারা।

তখন ভক্তরা আশায় ছিলেন আবার এক হবেন হৃতিক-সুজান। তবে কিছুদিন আগে এক রেস্তরাঁয় একসঙ্গে খেতে গিয়ে পাপারাজ্জির ক্যামেরা বন্দি হন সাবা-হৃতিক। এরপর শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। অন্যদিকে সুজানের জন্মদিনে তাকে ডার্লিং সম্বোধন করেছিলেন আরসালান। তাদের প্রেম নিয়েও চলছে গুঞ্জন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy