ফের রাজ্যে বাড়ছে করোনা গ্রাফ, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন কোরেসি করোনা আক্রান্ত হয়েছে ১৮২২ জন। আর আজ শুধু কলকাতাতেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০১ জন। তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা সেখানে আক্রান্ত হয়েছে ৪৫৫ জন।
তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে দনিক পকিটিভিটি রেট বাড়াচ্ছে চিন্তা। সেক্ষেত্রে ফের রাজ্যে কড়া লোকডাউন জারি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, কিছুটা স্থিমিত হলেও দেশজুড়ে এখনো রয়েছে করোনা প্রকোপ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও উঠে গেছে নিষেধাজ্ঞা। ফলে প্রতিদিনিই বিভিন্ন স্টেষনে বাড়ছে ভিড়। বিশেষ করে কলকাতার মতোই জনবহুল মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই প্রাথমিক অবস্থায় সরকার ও আমাদের সকলের উচিত প্রয়োজনীয় পদক্ষ্যেপ গ্রহণ করা।