ফুসফুসের ক্যান্সার হলে প্রকাশ পায় যেসব লক্ষণ!- ৯০ শতাংশ ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার হয় তাদের, যারা ধূমপান করেন। প্রায় ৪০ শতাংশক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে শেষ পর্যায়ে গিয়ে। এর অন্যতম কারণ, অবহেলা। কাদের ছোটখাটো লক্ষণ গুলো অবহেলা না করে বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।
আসুন জেনে নেওয়া যাক ফুসফুসের ক্যান্সার হওয়ার অন্যতম লক্ষণ…
1. কাশি: কাশি সবারই হয়।
তবে এক্ষেত্রে দীর্ঘমেয়াদি বা আট সপ্তাহের বেশি স্থায়ী হয়, ক্রমশ তীব্র আকার ধারণ করে এবং কাশির সময় যদি বুকে ব্যথা হয় তাহলে সতর্ক হতে হবে। এটা হতে পারে ফুসফুসের ক্যান্সারের অন্যতম লক্ষণ।
2. শ্বাসকষ্ট: ফুসফুস ক্যান্সারের আরেকটি অন্যতম লক্ষণ শ্বাসকষ্ট। একটু হাঁটলে শ্বাসকষ্টকে অবহেলা করা যাবে না। ক্যান্সার শ্বাসনালীর কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এ কারণে শ্বাস নিতে কষ্ট হয়।
3. কাশির সঙ্গে রক্ত: এটি ফুসফুস ক্যান্সারের আরেকটি লক্ষণ। ধূমপায়ী পুরুষ রোগীদের ক্ষেত্রে এ লক্ষণ বেশি দেখা যায়। জ্বর: ক্যান্সারের প্রদাহের কারণে জ্বর হয়েথাকে। দীর্ঘদিন ঘুসঘুসে জ্বর থাকা খারাপ।
শরীর ব্যথা: শরীরের বিভিন্ন অংশ, যেমন- ঘাড়, পিঠ, বুক ও বাহু ব্যথা হতে পারে। ৫০ শতাংশ মানুষের ফুসফুস ক্যান্সার ধরা পড়ে বুক ও কাঁধের ব্যথা নির্ণয়ের মাধ্যমে। কাশির সময় এ ব্যথা বাড়ে।
4.ওজন হ্রাস: হঠাৎ করে ডায়েট বা ব্যায়াম ছাড়াই প্রায় পাঁচ কেজি বা তার বেশি ওজন কমে যাওয়া যেকোন ক্যান্সারের লক্ষণ।
নিউমোনিয়া: ঘনঘন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া রোগীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি।