সাবধান! একে করোনা তে নেই রক্ষে, বাংলায় দাপট কালা জ্বরের, ১১ জেলায় আক্রান্ত ৬৫

আরো একবার পশ্চিমবঙ্গে বাড়ছে কালাজ্বরের দাপট। আর এই কালা জ্বরের দাপট দেখা গিয়েছে বাংলার ১১ টি জেলায়। ইতিমধ্যে রাজ্যের ৬৫ জনকে কালা জ্বরে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

মাটির স্যাতস্যাতে দেওয়াল বা মেঝেতে ডিম্ পারে স্ত্রী বালি মাছি। আর সেই মাছির শরীরে বাস করে পরজীবী। আর তা থেকেই মানবদেহ সাকরামানিত হয় কালাজ্বরে।

অপরদিকে, সর্বত্র বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এবার একধাক্কায় পশ্চিমবঙ্গে অনেকটাই বেড়ে গেলো ভাইরাসের সংক্রমণ। আগের থেকে গত ২৪ ঘন্টায় হু হু করে বেড়েছে সংক্রমণ। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০২৯ জন। যা গতদিনের তুলনায় অনেকটাই বেশি।

ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। রাজ্যে করোনা পজিটিভটি রেট ১৮.৯৫। যা গতদিনের তুলনায় বেশি। সারাদেশের মতো বাংলার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy