সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, এলাকা ছাড়ছে মানুষ

জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতকর্কতার অংশ হিসেবে আশপাশের লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। অগ্ন্যুৎপাত সতর্কতার মাত্রা পাঁচ-এ (সর্বোচ্চ) উন্নীত করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫ মিনিটে অগ্নুৎপাত শুরু হয়।

সাকুরাজিমা আগ্নেয়গিরিটি কাগোশিমা শহরের কাছে কিউশুর দক্ষিণে অবস্থিত। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বড় বড় পাথর শহরের দক্ষিণ প্রিফেকচারে আড়াই কিলোমিটার দূরে আছড়ে পড়ছে।

জেএমএ বলছে, দুটি শহরের অন্তত ১২০ জন বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কারণ পাথরগুলো মাটিতে প্রায় ৩ কিলোমিটার গর্তের সৃষ্টি করেছে। ২ কিলোমিটারজুড়ে লাভা, ছাই এবং সিয়ারিং গ্যাসের সম্ভাব্য প্রবাহের বিষয়েও স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

জাপানের এনএইচকে পাবলিক টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, গর্তের কাছে কমলা রঙের শিখা জ্বলছে।

ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিকো ইসোজাকি বলেন, ‘জনগণের জীবনকে প্রথমে রাখব। সেই সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন এবং জরুরি অবস্থার প্রতিক্রিয়া জানাতে সর্বোচ্চ চেষ্টা করব।’

স্থানীয় কর্তৃপক্ষের সাম্প্রতিক আপডেটে নজর রাখতে এলাকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন ইসোজাকি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy