উত্তর আফ্রিকার দেশ মিশরে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতদের একজন অস্ট্রিয়ার এবং অন্যজন রোমানিয়ার নাগরিক। চলতি সপ্তাহে মিশরের লোহিত সাগর উপকূলে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে তারা প্রাণ হারান।
মিশরের পরিবেশ মন্ত্রণালয় এবং পর্যটকদের নিজ নিজ পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৩ জুলাই) একথা জানিয়েছে। সোমবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রোববার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, লোহিত সাগরের তীরে হুরগাদার দক্ষিণে সাহল হাশেশ এলাকায় ‘সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণের শিকার হয়েছেন দুই নারী’। আক্রমণে তাদের দু’জনের মৃত্যু হয়েছে।
অস্ট্রিয়ান বার্তাসংস্থা এপিএ জানিয়েছে, অস্ট্রিয়ার টাইরল অঞ্চলের ৬৮ বছর বয়সী একজন নারী মিশরে ছুটি কাটাচ্ছিলেন। এছাড়া অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে রোববার ‘মিশরে একজন অস্ট্রিয়ান নাগরিকের মৃত্যু’ নিশ্চিত করেছে। তবে এর বেশি আর কোনো তথ্য তারা প্রদান করেনি।
এদিকে মিশরীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এএফপির কাছে ‘একজন রোমানিয়ান নাগরিকের মৃত্যুর’ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, লোহিত সাগরের তীরে হুরগাদায় ‘হাঙরের আক্রমণের’ কারণে তার মৃত্যু হয়েছে বলে ‘প্রতীয়মান হয়েছে’।
এএফপি বলছে, গত শুক্রবার হাঙ্গরের আক্রমণে একজন অস্ট্রিয়ান পর্যটকের বাম হাত ছিঁড়ে যাওয়ার পর হুরগাদার দক্ষিণে সাহল হাশেশ এলাকার সকল সৈকত তিন দিনের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন লোহিত সাগরের গভর্নর আমর হানাফি।
রোববার মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, লোহিত সাগর তীরে হাঙরের ‘আক্রমণের বৈজ্ঞানিক কারণ এবং পরিস্থিতি শনাক্ত করতে’ কাজ করছে একটি টাস্কফোর্স। এছাড়া ‘হাঙরের আক্রমণাত্মক আচরণের কারণও নির্ধারণ করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
উল্লেখ্য, মিশরে লোহিত সাগর একটি জনপ্রিয় পর্যটন স্থান। এই সাগরের তীরে হাঙ্গর খুবই সাধারণ ব্যাপার হলেও অনুমোদিত সীমার মধ্যে সাঁতার কাটা লোকদের আক্রমণের ঘটনা খুব কম।