সর্বাধিক আয়ের তালিকায় ‘KGF 2’, ‘RRR’

ভারতীয় সিনেমা দিনে দিনে উজ্জ্বল হয়েছে বিশ্ব চলচ্চিত্রের আঙিনায়। দুনিয়ার সবচেয়ে বড় সিনেমার বাজারও বলা হয় এই ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে। দীর্ঘ ইতিহাসে এখানে মুক্তি পেয়েছে শত শত কালজয়ী সিনেমা। সেগুলো যেমন দর্শক-সমালোচককে মুগ্ধ করেছে, তেমনি মাতিয়েছে বক্স অফিসও।

তবে গেল কয়েক বছর ধরে ভারতীয় সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় নাম নেই বলিউড বাদশা শাহরুখের। যিনি এক সময় কাঁপিয়েছেন বক্স অফিস।

চলুন এক নজরে দেখে নেয়া যাক সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া তালিকায় থাকা বলিউডের বক্স অফিস কাঁপানো সেরা ১০ ছবির নাম। যেই তালিকায় ক্রমানুসারে ঠাঁই পেয়েছে শুধুমাত্র ভারত থেকেই উপার্জিত সর্বাধিক আয় করা সিনেমাগুলো।

বাহুবলী ২
পরিচালক: এসএস রাজামৌলি
অভিনয়: প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি প্রমূখ
বক্স অফিস আয়: ১৩৪৬ কোটি টাকা

কেজিএফ ২
পরিচালক: প্রশান্ত নীল
অভিনয়: যশ, শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন
বক্স অফিস আয়: ৮৯২ কোটি টাকা

ট্রিপল আর
পরিচালক: এস এস রাজামৌলি
অভিনয়: রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ, আলিয়া ভাট

বক্স অফিস আয়: ৮৮৭ কোটি টাকা
দঙ্গল
পরিচালক: নীতেশ তিওয়ারি
অভিনয়: আমির খান, ফাতিমা সানা শেখ ও সন্যা মালহোত্রা
বক্স-অফিস আয়: ৫১১ কোটি টাকা

২.০
পরিচালক: এস সংকর
অভিনয়: রজনীকান্ত, ঐশ্বরিয়া রাই বচ্চন, অক্ষয় কুমার
বক্স-অফিস আয়: ৫০৮ কোটি টাকা
বাহুবলী: দ্য বিগিনিং
পরিচালক: এসএস রাজামৌলি
অভিনয়: প্রভাস, রানা দাগগুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি
বক্স অফিস আয়: ৪৮২ কোটি টাকা

পিকে
পরিচালক: রাজকুমার হিরানি
অভিনয়: আমির খান, আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত এবং বোমান ইরানি
বক্স অফিস আয়: ৪৫৫ কোটি টাকা

সঞ্জু
পরিচালক: রাজকুমার হিরানি
অভিনয়: রণবীর কাপুর, মনীষা কৈরালা, ভিকি কৌশল, পরেশ রাওয়াল, আনুশকা শর্মা, দিয়া মির্জা, সোনম কাপুর
বক্স অফিস আয়: ৩৪১.২২ কোটি টাকা

টাইগার জিন্দা হ্যায়
পরিচালক: আলি আব্বাস জাফর
অভিনয়: সালমান খান, ক্যাটরিনা কাইফ
বক্স অফিস সংগ্রহ: ৪৩৪ কোটি টাকা

বজরঙ্গি ভাইজান
পরিচালক: কবির খান
অভিনয়: সালমান খান, হারশালি মালহোত্রা, কারিনা কাপুর
বক্স অফিস আয়: ৩২০.৩৪ কোটি টাকা

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy