সম্পত্তি হাতাতে বাবা-মাকে ‘বেধড়ক’ মার, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বৃদ্ধ-বৃদ্ধা

বুড়ো বাবা -মায়ের সম্পত্তি হস্তগত করার লোভেই বেধড়ক মারলেন ছেলে। এমনকি বাবাকে ধারালো অস্ত্রের আঘাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছোট বোন। আজ এমনি এক অমানবিক ঘটনার খবর পাওয়া গেলো দেগঙ্গা থেকে।

অমানবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার রায়কোলা এলাকাতে। জানাগেছে অভিযুক্ত ছেলের শাস্তির দাবিতে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে ছেলের বাবা -মা। মারের চোটে আহত ৩ জনের চিকিৎসা শুরু হয়েছে বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ কেন্দ্রে। অভিযোগ করি বৃদ্ধা জানিয়েছেন যে তার তিনটি সন্তান রয়েছে কিন্তু তাদের ছেলে তাদের দেখাশোনা করে না। কিন্তু তাদের সন্তান প্রায়ই দিনিই নিজের নামে সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য মারধর করে।

জানাগেছে এর আগে বৃদ্ধা বাবার উপর অত্যাচার করেই সম্পত্তি লিখিয়েনিয়েছিলো ছেলে। এবার তার মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্যই শুরু করেছিল অমানবিক অত্যাচার।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy