সমকামী বিয়ে নিয়ে অবস্থান স্পষ্ট করলো জাপানের আদালত, জানিয়ে দিলো রায়

সমলিঙ্গের বিয়ের ওপর থাকা নিষেধাজ্ঞাকে সমুন্নত রেখেছে জাপানের আদালত।
সোমবার (২০ জুন) ওসাকার এক আদালত এ বিষয়ক রায়ে বলেছে, জাপানে সমলিঙ্গে বিয়েতে নিষেধাজ্ঞা অসাংবিধানিক নয়।

এ রায়ের মধ্য দিয়ে এলজিবিটিকিউ-এর অধিকারকর্মীদেরকে আরো পিছনে নিয়ে গেল। কারণ, এই রায়ের পর জাপানে সমলিঙ্গের বিয়েতে আর কোনো অনুমতি থাকলো না। জি-সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র জাপানেই সমলিঙ্গের বিয়ের আইনগত কোনও বৈধতা নেই।

গত বছর অবশ্য সমকামী বিয়েকে অনুমোদন না দেওয়া অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছিল জাপানের আরেকটি আদালত। ২০২১ সালের মার্চে স্যাপ্পোরো শহরের একটি আদালত এই রায় দিয়েছিল। ওই রায় সমকামী অধিকার কর্মীদের আশাবাদী করে তোলে।

তাদের প্রত্যাশা ছিল, ওই রায় সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার ব্যাপারে সরকারের ওপর চাপ তৈরি করবে। তবে সোমবারের রায় তাদের হতাশ করেছে।

সূত্র: আল-জাজিরা

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy