সম্প্রতি ইন্ডাস্ট্রিতে রটে যায় নোরা অন্তঃসত্ত্বা। সকলেই গুঞ্জন আকারে বিষয়টি শুনতে পাচ্ছিলেন। আলোচনাও চলছিল এ নিয়ে। তবে বলিউডে বিষয়টি চাউর হতেই মুখ খুললেন নোরা।
এখন তিনি জনপ্রিয় এক নাচের রিয়্যালিটি শোর বিচারক। সময় পেলে দু’-চারটি ছোট ভিডিও বানিয়ে ফেলেন নিজের সতীর্থদের সঙ্গে। বর্তমানে নীতু কাপুরের ছেলের বউ আলিয়া ভাট অন্তঃসত্ত্বা। ফলে তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল বিচারকদের মধ্যে। তবে নোরা নাকি সেই আলোচনার দরুন ফোনের ক্যামেরার সেলফি মোড অন করে নিজেকে দেখছিলেন।
মর্জি বলেন, আমরা প্রেগন্যান্সি সংক্রান্ত জিনিসপত্র আলোচনা করছিলাম। এই সময়টা কাজে লাগিয়ে নোরা শুধু নিজেকে দেখে গেল। এখনও উনি নিজেকে নিয়েই ব্যস্ত! প্রত্যুত্তরে নোরা বলেন, কারণ, আমি প্রেগন্যান্ট নই।
ফাতেহির উত্তর শুনে নীতু কাপুর খিলখিল করে হাসতে শুরু করেন এবং টেরেন্স লুইসও অবাক হয়ে যান। মর্জি বলেন, গোটা দুনিয়াকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ! এই মেয়েটা পুরো পাগল! নোরা মজার ছলে ওই কথা বললেও বিষয়টি নিয়ে জোর জল্পনা চলেছে সামাজিক দুনিয়ায়।
অনেকেই প্রশ্ন করছেন, সত্যিই কি নোরা প্রেগন্যান্ট ছিলেন? তবে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।