আমাদের প্রত্যেকেরই এমন অনেক কথা থাকে যা বাবা-মা বা বন্ধুদের সঙ্গেও বলা যায় না৷ আর তখনই প্রচণ্ডভাবে প্রয়োজন পড়ে একজন যোগ্য জীবনসঙ্গী বা সঙ্গিনীর৷ যিনি আপনার সমস্ত মনের কথা শুনবেন এবং প্রয়োজনে আপনাকে যথাযোগ্য যুক্তি দেবেন৷ ভালবাসা মানে কখনওই কেবল যৌনতা বা শারীরিক সম্পর্ক নয়৷
ভালবাসা মানে মনের কথা ভাগ করে নেওয়া৷ কেবল নিজের সম্পর্কে জানালেই দায়িত্ব শেষ হয়ে যায় না৷ একইভাবে নিজের পার্টনার সম্পর্কের আপনার সঠিক জ্ঞান থাকা উচিত৷
কিন্তু জানেন কি, এমন কয়েকটি প্রশ্ন রয়েছে যা সহজেই আপনাকে জানিয়ে দিতে পারে আপনার পার্টনারের অপ্রকাশিত অতীতকে? তাই সাহস থাকলে এই প্রশ্নগুলো একবার নিজের সঙ্গী বা সঙ্গিনীকে করে দেখুন৷
নিজেকে সাহসী প্রমাণ করতে চাইলে আপনার পার্টনারকে এই প্রশ্নটা করে দেখুন৷ জেনে নিন, তার অতীতের সেই চরম সত্যকে৷ এতে আপনারই লাভ হবে৷ সেই একই কাজ করার আগে আপনিও দু’বার ভাববেন৷
সবচেয়ে আনন্দদায়ক প্রশংসা
কৌশলে জেনে নিতেই পারেন, কোন কথা বললে আপনার সঙ্গী বা সঙ্গিনীটি সবচেয়ে বেশি খুশী হন৷ তার কোন স্বভাব নিয়ে কথা বললে তার সবচেয়ে বেশি ভাল লাগে বা কোন বিষয়টি তাকে সবচেয়ে বেশি খুশী করে৷
সবচেয়ে আরামদায়ক রাতের পোশাক
রাতের কোন পোশাকে আপনার পার্টনার সবচেয়ে বেশি আরাম অনুভব করে বা রাতেরবেলা আপনাকে তিনি কোন পোশাকে দেখতে চান সেটা জানা আপনার দায়িত্বর মধ্যেই পরে৷ কারণ রাতের ওই মুহূর্তটা তো কেবল আপনাদের দু’জনেরই৷ ফলে নিজেদের সম্পর্কে গভীরে জানুন৷
মনের গভীরে থাকা যৌন আকাঙ্ক্ষা
যৌনতার বিষয়ে প্রত্যেকের মনেই নিজ নিজ আকাঙ্ক্ষা থাকে৷ যাকে আমরা ইংরেজিতে ফ্যান্টাসি বলে থাকি৷ প্রত্যেকেই চান তাদের পার্টনারে সঙ্গে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে৷ তবে সবক্ষেত্রে যে সেটা সত্যি হয় তা নয়৷ কিন্তু ভাবতে তো অসুবিধা নেই৷ সুকৌশলে জেনে নিন তো আপনার পার্টনারের সেই ফ্যান্টাসি বা গোপন যৌন আকাঙ্ক্ষাটি৷ এটা কিন্তু আপনারই অনেক সুবিধা করবে৷
সবচেয়ে পছন্দের সেক্স পজিশন
যৌনতা নিয়ে প্রত্যেকেরই নিজস্ব ফ্যাসিনেশন থাকে৷ ঠিক যেমন আপনার উচিত নিজের পছন্দের সেক্স পজিশনটি পার্টনারকে জানান৷ তেমনই তারও পছন্দের পজিশনটা আপনার জানা উচিত৷