ভালোবাসার এই তো সময়। কিন্তু অনেকেই সম্পর্কের শুরুটা ঠিক তেমন করে জমাতে পারেন না। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। নারীদের প্রশংসা অবশ্যই পছন্দ।
তবে তার জন্য কোন শব্দের প্রয়োগ উচিত আর কোন শব্দের প্রয়োগ একেবারেই উচিত নয়, এই টানাপোড়েনেই থেকে যান অনেকে। হ্যাঁ, নারী মন বোঝা সবার পক্ষে সম্ভব নয়। তা বলে কী পছন্দের মানুষকে মনের কথা বলবেন না? নিশ্চয়ই বলবেন। শুধু কোন প্রশংসাগুলো মেয়েদের একদমই করবেন না সেগুলো জেনে রাখুন-
আরো একটু মন খুলে হাসলে তোমায় দারুণ দেখাবে
সব সময় একটা মানুষ হাসতে পারে না। আর হাসিটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। যখন হাসি পাবে, তখনই হাসবে। স্বতস্ফূর্তভাবে স্বাচ্ছন্দ্যে।
কিছু করেছ নাকি, আজ বড় ভালো লাগছে দেখতে
তার মানেটা কী? অন্যদিন ভালো লাগে না? এই প্রশ্নই সবার আগে মেয়েদের মনে আসে। কেউ সামনে বলেও দেন, আবার কেউ পাশ কাটিয়ে চলে যান।
বয়সের তুলনায় ছোট দেখাচ্ছে তোমায়
এর মানে কী? বয়স হয়ে গিয়েছে তার? এবং এই বয়সের নারীদের ভালো লাগতে পারে না? এমনটাই মনে করেন নারীরা। তাই বয়সের বিষয়ে ভুল করেও ঢুকবেন না প্রশংসার ক্ষেত্রে।
তুমি বড্ড সহজ-সরল
বেশিরভাগ মেয়েরাই এই প্রশংসাবাক্যটি পছন্দ করেন না। তার চেয়ে দুষ্টু, কিংবা মিষ্টি বললে বরং বেশি খুশি হবেন তারা। আর মনে প্রশ্ন জাগতেই পারে, সরল বলার মানে কী সহজেই বোকা বানানো যায় তাকে?
তোমার স্বাস্থ্য ভালো হয়েছে
ভুলেও বলবেন না এই কথা। কোন মেয়েই এই প্রশংসা একেবারেই নিতে পারেন না। তাদের মোটা বলা হচ্ছে, এমনটাই ভেবে নেন তারা। আর কোন মেয়ে নিজেকে মোটা ভাবতে একেবারেই পছন্দ করেন না।