“সংবিধানকে ভেঙে ফেলার চেষ্টা করছে”- সংসদে প্রথম ভাষণে মোদী সরকারের কঠোর সমালোচনা প্রিয়াঙ্কার

উপ-নির্বাচনে জিতে প্রথমবার সংসদে পা রেখেছেন। আর সংসদে প্রথমবার পা রেখেই সংবিধান বিতর্কে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। ২০১৭ সালে উন্নাও ধর্ষণের ঘটনা ও গতমাসে সম্ভলের ঘটনার কথা তুলে ধরলেন তিনি।

সংসদের শীতকালীন অধিবেশনে দুই দিনের সংবিধান বিতর্ক শুরু হয়েছে। আর সেই বিতর্কে অংশ নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা। নিজের বক্তব্যে বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলেও কটাক্ষ করলেন।

প্রিয়াঙ্কা বলেন, আমাদের অনেক পুরোনো সঙ্গীকে সরকার পক্ষে দেখতে পাচ্ছি। ওয়াশিং মেশিনে ধুয়ে তাদের পোশাকে এখন আর কোনো দাগ নেই।

বিজেপিকে আক্রমণ করে ওয়েনাডের এই সংসদ সদস্য বলেন, আমাদের সংবিধান আমাদের বাতিঘর, আমাদের সুরক্ষাকবচ। সংবিধান নাগরিকদের সুরক্ষিত রাখে। কিন্তু দুঃখের বিষয় গত ১০ বছর ধরে শাসকপক্ষ, যারা বড় বড় কথা বলে, তারা এই কবচকে ভেঙে ফেলার চেষ্টা করছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy