শ্রীলংকার পথেই পাকিস্তান! তলানিতে ঠেকেছে পাকিস্তানি মুদ্রার মান

পাকিস্তানের ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে তলানিতে ঠেকেছে পাকিস্তানি মুদ্রার মান। ডলারের বিপরীতে মুদ্রার মান অবনমন অব্যাহত রয়েছে দেশটিতে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক ধাক্কায় ৮২ পয়সা কমে গেছে পাকিস্তানি মুদ্রার মান। আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের বিপরীতে মিলছে ১৯০ দশমিক ৮২ মুদ্রা। এর আগে কখনও পাকিস্তানের মুদ্রার দর এত নিচে নামেনি।

ফরেক্স ডিলারদের দাবি, লাহোরের খোলাবাজারে এক মার্কিন ডলার ১৮৯ পাকিস্তানি মুদ্রার বেশি দরে বিক্রি হচ্ছে।

প্রতিদিনের ভিত্তিতে পাকিস্তানি মুদ্রা শূন্য দশমিক ৬ শতাংশ বা ১ দশমিক ১৩ মুদ্রা হারিয়েছে। অন্যদিকে, আগের দুটি সেশনে ১ দশমিক ৮৪ মুদ্রা দাম বেড়েছে মার্কিন ডলারের—বলছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)।

মূলত মুদ্রার এ মূল্যহ্রাস বাণিজ্য ঘাটতিতেও প্রতিফলিত হয়েছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত পাকিস্তানে বাণিজ্য ঘাটতি পৌঁছেছে তিন হাজার ৯০০ কোটি ডলারে।

মুদ্রাবাজারের ডিলারেরা বলছেন, ডলারের উচ্চ চাহিদার কারণেই মূলত মার্কিন এ মুদ্রার দাম বাড়ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ডলারের ক্রমবর্ধমান এ মূল্য পাকিস্তানের অর্থনীতির ওপর ব্যাপক চাপ বাড়াতে পারে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy