শ্রীদেবীর স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল কারা? অভিযোগ থানায়

নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ৮২ হাজার টাকা খুইয়েছেন বলিউডের প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর। সাইবার প্রতারণার ফাঁদে পড়ে তিনি টাকাগুলো খুইয়েছেন। বনির ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকাগুলো ‍তুলে নেওয়া হয়েছে।

মোট পাঁচবার লেনদেন হয়েছে বনির অ্যাকাউন্ট থেকে। ইতোমধ্যে এ বিষয়ে আম্বোলি থানায় অভিযোগ জানিয়েছেন অর্জুন, জাহ্নবী ও খুশি কাপুরের বাবা। তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন তিনি। পুলিশও এরইমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশকে বনি কাপুর জানিয়েছেন, তিনি কাউকে তার ক্রেডিট কার্ডের তথ্য দেননি। এমনকী, তার কাছে তথ্য চেয়ে কোনো ফোনও আসেনি। তার পরও কীভাবে এতগুলো টাকা গেল, কারা টাকাগুলো তুলে নিল, তা ভাবাচ্ছে কাপুর পরিবারকে।

পুলিশ মনে করছে, কোনো ভাবে প্রযোজকের ক্রেডিক কার্ডের তথ্য প্রতারকদের হাতে চলে গেছে। তাই এমন কাণ্ড। জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছেন, শিগগিরই প্রতারকদের হাতে হাতকড়া পড়বে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy