
আপনি কি পিএনবির গ্রাহক? পিএনবির গ্রাহক হলে এই খবরটি আপনার কাজে লাগতে পারে। রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের বড় সুবিধা দিচ্ছে। অর্থের প্রয়োজন হলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৮ লক্ষ টাকা পর্যন্ত সহজেই সুবিধা দিচ্ছে। অর্থের প্রয়োজন হলে এর সুবিধা নিতে পারেন।
ইনস্ট্রা লোন
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ইনস্ট্রালোনের মাধ্যমে কোনও গ্রাহক ৮ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।
মোবাইল নম্বরের মাধ্যমে লোন
এই লোন নিতে গেলে গ্রাহককে শুধুমাত্র নিজের মোবাইল নম্বর এবং আধার নম্বর দিতে হবে। এরপর সহজেই সেই গ্রাহক পেয়ে যাবেন লোন।
এই ঋণের সুবিধা
এই ঋণের সুবিধা পেতে গেলে গ্রাহককে কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি কিংবা পিএসইউ গ্রাহক হতে হবে। তাহলেই সেই গ্রাহক এই সুবিধা নিতে পারেন। এই ঋণের প্রক্রিয়াকরণ ফি শূন্য।