শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসকে ছাড়িয়ে গেলেন যে ভারতীয়,জেনেনিন তার পরিচয়

শীর্ষ ধনকুবেরের হিসাবটাও অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়, তখন বড় দাতব্য অনুদানের খবর সমানে আছে। অংকের সহজ সূত্র অনুযায়ী মোটা অর্থ দান করলে নিজের মোট সম্পদ কমবে। সেই সূত্র মেনে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ২০ বিলিয়ন ডলার দান করে দেওয়ায় বিল গেটসের সম্পদের পরিমাণ কমেছে।

আর সদ্য মুক্তিপ্রাপ্ত সারা বিশ্বের ধনীদের তালিকা অনুযায়ী, বিল গেটসকে টপকে বিশ্বের চতুর্থ ধনীর তালিকায় চলে এসেছেন ভারতের গৌতম আদানি।

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় অনুযায়ী এই প্রথম কোনো ভারতীয় বিশ্বের শীর্ষ পাঁচজন ধনীর তালিকায় ঠাঁই পেলেন। গৌতম আদানির সম্পদের পরিমাণ ১১২.৯ বিলিয়ন মার্কিন ডলার।

৮৭.৭ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে এই তালিকায় দশমস্থানে রয়েছেন ভারতের আরেক শীর্ষ ধনী মুকেশ আম্বানি।

গৌতম আর মুকেশ দুজনের সম্পত্তিই কোভিডের প্রতিকূল পরিস্থিতির পরও বৃদ্ধি পেয়েছে। বিশ্বের ধনীতমদের তালিকায় দুজনেই একাধিকবার জায়গা পেয়েছেন। আপাতত, মুকেশ আম্বানিকে টপকে অনেকটা উপরে উঠে এসেছেন গৌতম আদানি। এখন দেখার এই তালিকায় কতদিন তিনি টিকে থাকেন।

এদিকে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ২০ বিলিয়ন ডলার দান করার পর ১০২ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন বিল গেটস।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy