পরিচালনায় নাম লেখাচ্ছেন বলিউড অভিনেতা রঙ্গনাথন মাধবন। ১ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণি অভিনেতা সুরিয়াকে।
সিনেমাটি প্রসঙ্গে বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধবন জানিয়েছেন, ‘সুরিয়া বা খান সাহেব (শাহরুখ) কেউ সিনেমার জন্য কোনও টাকা নেননি। ওঁরা ক্যারাভ্যান, কস্টিউম আর অ্যাসিস্টেন্টের জন্যও কোনও চার্জ নেননি। সুরিয়া তো নিজের টাকায় নিজের টিমের সদস্যদের নিয়ে মুম্বাই উড়ে এসেছে। না বিমানের ভাড়া নিয়েছে, না যে ওর ডায়লগ তামিলে অনুবাদ করে দিয়েছে তার ফি।’
২০১৮ সালে শাহরুখের ‘জিরো’ সিনেমায় অতিথি চরিত্রে কাজ করেছিলেন মাধবন। আর তখনই এই সিনেমার গল্প শুনিয়েছিলেন শাহরুখকে। কিং খানের জন্মদিনের পার্টিতে তিনি নিজে এসেই বলেছিলেন, ‘ম্যাডি, আমি তোমার সিনেমায় কিন্তু কাজ করতে চাই। আমাকে জানাবে কখন কী হচ্ছে।’
এই গল্পে মাধবন যুক্ত করেছেন, দুই দিন পরে শাহরুখের ম্যানেজার ফোন করে বলেছিলেন, ‘খান সাহেব জানতে চান, কবে আপনার সিনেমার জন্য ডেট রাখবেন?’
পরিচালনার পাশাপাশি ‘রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট’ প্রযোজনা ও অভিনয় করেছেন মাধবন। গল্পও তাঁর লেখা।