শাহরুখ খানের আরোগ্য কামনায় মমতা, হঠাৎ কি হলো বলিউড বাদশার?

বলিউডে ফের করোনার থাবা। সম্প্রতি আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন তারকা। গত ২৫ মে ছিল পরিচালক-প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিন। এ উপলক্ষে ছিল জমজমাট পার্টি। সেই পার্টিতে গিয়ে তারাকারা করোনায় আক্রান্ত হন বলে খবর। সেই তালিকায় নতুন নাম শাহরুখ খান।

এদিন স্ত্রী গৌরীকে নিয়ে কিং খানও হাজির ছিলেন ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরের জন্মদিনের পার্টিতে। তাই করোনা থাবা বসিয়েছে তার শরীরেও। আপাতত নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বলিউডের রোমান্সের রাজা।

শাহরুখ খানের অসুস্থতার খবরে দ্রুত তার আরোগ্য কামনা করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এ দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা কারও অজানা নয়। শাহরুখ খান দিদি ডাকেন মমতাকে, অগাধ শ্রদ্ধাও করেন। মমতাও ছোট ভাইয়ের স্নেহ দেন শাহরুখকে।

তাই ছোট ভাইয়ের অসুস্থতার খবর পেতেই মমতা টুইটারে লিখেছেন, ‘সদ্য জানলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান কোভিডে আক্রান্ত হয়েছেন। সুপারস্টারের দ্রুততম আরোগ্য প্রার্থনা করি। সুস্থ হও শাহরুখ! খুব তাড়াতাড়ি ছন্দে ফেরো!’

এদিকে, একে একে তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগের ছায়া টিনসেল নগরীতে। এর আগে ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান ও আদিত্য রায় কাপুরদের আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তারাও যার যার বাড়িতে নিভৃতবাসে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy