বলিউড বাদশাহ শাহরুখ খানের উপর বেজায় ক্ষুব্ধ হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। কিং খানকে ‘অকৃতজ্ঞ’ তকমাও দিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা। কিন্তু কেন? তার কাছে কী এমন অপরাধ করেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ তারকা?
গত বছরের অক্টোবরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানকে। সেই বিপদের সময়ে খান পরিবারের পক্ষে গলা ফাটিয়েছিলেন শত্রুঘ্ন। সব নিন্দা-বিতর্কের ঊর্ধ্বে গিয়ে শাহরুখ ও তার পরিবারকে সমর্থন করেছিলেন। বলেছিলেন, ‘একজন বাবা হিসেবে শাহরুখের দুঃখটা বুঝি। আরিয়ান দোষ করে থাকলেও ওকে আটকে না রেখে সঠিক রাস্তায় নিয়ে আসা উচিত।’
কিছুদিন আগে সেই মাদক মামলা থেকে খালাস পেয়েছেন শাহরুখপুত্র। অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার অভিযোগ, তার সহমর্মিতার কথা মনে রাখেননি শাহরুখ। আদালতে ছেলে আরিয়ান নির্দোষ প্রমাণ হওয়ার পরেও শত্রুঘ্নকে কৃতজ্ঞতা জানাননি। ক্ষোভ উগরে দিয়ে অভিনেতা বলেন, ‘আমি আশা করেছিলাম, শাহরুখ আমাকে একটি থ্যাংক ইউ কার্ড পাঠাবে। কিন্তু ও সেটা করেনি।’
শত্রুঘ্ন মনে করেন, যে সব তারকা আরিয়ানের হয়ে আওয়াজ তুলেছিলেন, তাঁদের মধ্যে তিনি অন্যতম। তার কথায়, ‘অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমার অভ্যাস। কারও প্রতি অবিচার হলে আমি রুখে দাঁড়াই। কিন্তু শাহরুখ তার জন্য আমাকে কোনো থ্যাংক ইউ কার্ডও পাঠায়নি বা ফোনও করেনি। অকৃতজ্ঞের মতো কাজ করেছে ও।’
শাহরুখ কি জানেন তার অভিমানের কথা? শত্রুঘ্ন সংবাদমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে শাহরুখের সঙ্গে আমার কোনো কথা হয়নি। তাছাড়া আমি কেন ওর সঙ্গে যোগাযোগ করতে যাব? ওর কাছে তো কোনো কাজ চাই না আমি। ওরই উচিত ছিল আমার সঙ্গে যোগাযোগ করা।’