শাহরুখের প্রতিবেশি হতে ১১৯ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন রণবীর-দীপিকা

মুম্বাইয়ের সব চেয়ে দামি ফ্ল্যাটটি কিনেছেন অভিনেতা রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে হবে তার নতুন আস্তানা। বিলাসবহুল এই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও।

রণবীরের সঙ্গে এই ফ্ল্যাটটি কিনেছেন তার বাবা জগজিৎ সুন্দরসিং ভবনানী। ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামে একটি প্রতিষ্ঠান চালান বাবা-ছেলে। ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা। এই সম্পত্তির বিক্রেতা এনর্ম নাগপাল এস্টেট। সেটি কেনার সময় রণবীরের ফার্মের পক্ষ থেকে সই করেন অভিনেতার বাবা।

ব্যান্ডস্ট্যান্ডের বিজে রোড রণবীরের নতুন ঠিকানা। এই ফ্ল্যাটে বসেই উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। রণবীরের প্রতিবেশী হবেন শাহরুখ খান। নতুন এই আস্তানার দাম ১১৯ কোটি টাকা।

এই সম্পত্তির কার্পেট এলাকা ১১, ২৬৬ বর্গফুট। আলাদা করে টেরেস রয়েছে ১৩০০ বর্গফুট জুড়ে। এটি কিনতে মোট ১১৮ ৯৪ কোটি টাকা দিতে হয় হয় রণবীর এবং তাঁর বাবাকে। স্ট্যাম্প ডিউটির জন্য খরচ পড়েছে ৭ ১৩ কোটি টাকা।

বক্স অফিসে বিশেষ ছাপ ফেলতে পারেনি রণবীরের শেষ দু’টি ছবি। কিন্তু তাতে কী! বহুমূল্য এই ফ্ল্যাট কিনে আরও একবার শিরোনামে অভিনেতা। তবে কি স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে এখানেই থাকবেন তিনি? এ বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy