লোকে আমাকে শ্রীহীন ও মোটা বলে, বললেন স্বস্তিকা মুখার্জী

ঠোঁট কাটা নামে বরাবরই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। বডি শেমিং নিয়ে সবসময়ই তিনি সরব। শরীর তার কাছে মন্দিরের মতো এবং নিজের পূজারী তিনি। পোশাক নিয়ে শত কটাক্ষ-সমালোচনা সত্ত্বেও কোনোদিনই পাত্তা দেননি। বরং সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে যা ইচ্ছে করেছেন এবং পোশাক পরেছেন।
তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয় খুব। তবুও থেমে নেই তিনি। হাজির হয়েছেন নতুন সিনেমা ‘শ্রীমতি’ নিয়ে। তিনি বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমার নিজের কাছে শরীর সবসময়েই ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়। আমার গায়ের রং কিংবা শারীরিক গড়ন নিয়ে কোনোদিনই সেভাবে চিন্তিত ছিলাম না। অসাধারণ বলেও মনে হয়নি। কেউ বলেন আমি কার্ভি-মোটা, থলথলে। এটা-ওটা।’

তিসি আরও বলেন, ‘আমার কাছে শরীরটা একটা শূন্য পাত্রের মতো, যার দরুন যে কোনও চরিত্রেই নিজেকে অনায়াসে ফিট করিয়ে নেওয়া যায়। কখনও চরিত্রের প্রয়োজনে মোটা হয়েছি। আবার কখনও চরিত্র যেমন ডিমান্ড করছে, নিজেকে সেভাবে গড়ে তুলেছি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ‘শ্রীমতি’। সেই ছবিতেও তাকে দেখা গিয়েছে এমন একজন গৃহিণীর ভূমিকায় যিনি একা হাতে সংসার সামলানোর পাশাপাশি একসময়ে নিজের প্রতি সচেতন হওয়ার জন্য জিমে যোগ দেন। সেখানেই গল্পের মোড় ঘোরে। তারপর? সেটা দেখতে হলে প্রেক্ষাগৃহে পা দিতেই হবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy