লিপস্টিক গাছ, ১০০ বছর পর ফুঠে উঠলো ফুল! দেখে অবাক বিজ্ঞানীরাও

এক কিংবা দুই বছর নয়। একেবারে ১০০ বছর পর ফুটল এক বিশেষ ফুল ৷ যার নামও বেশ মজার ৷ ‘ভারতীয় লিপস্টিক প্ল্যান্ট’। এই নামের কারণও আছে। আসলে এই ফুল দেখতে একেবারে লিপস্টিকের মতো ৷

অরুণাচল প্রদেশের আঞ্জু জেলা থেকে এই বিরল উদ্ভিদ পাওয়া গেছে । যার নাম ‘ ভারতীয় লিপস্টিক প্ল্যান্ট ‘। বিজ্ঞানীদের ভাষায় এই উদ্ভিদটিকে বলা হয় Aeschynanthus monetaria Dunn। গবেষকরা একটি সায়েন্স জার্নালে জানাচ্ছেন, এই ধরনের কোনো গাছ ১৯১২ সালের পর আর ভারতে খুঁজে পাওয়া যায়নি।

তবে এই গাছের পোশাকি নামের মানে জানলে খানিকটা অবাকই হবেন।অধ্যক্ষ উদ্ভিদবিদদের মতে, এই উদ্ভিদটি আর্দ্র এবং চিরহরিৎ বনে ৫৪৩ থেকে ১১৩৪ মিটার উচ্চতায় জন্মায়। এর ফুল ও ফলের সময় অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে ৷ অন্য উদ্ভিদবিদ গোপাল কৃষ্ণের মতে , Aeschinanthus নাম গ্রীক aishine বা aeskin থেকে এসেছে। যার মানে হলো লজ্জা। আর অ্যান্থসের অর্থ ফুল। এর পাতাতেও রয়েছে বিশেষত্ব। পাতার উপরের অংশ সবজে হলেও নিচের অংশের রং বেগুনি ও সবুজ। এই গাছে ফল ও ফুল ফোটে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চিরসবুজ অরণ্যের মাঝেই সাধারণত এই প্রজাতির গাছগুলো বেড়ে ওঠে। আর্দ্র পরিবেশ এই গাছের অনুকূল। যে সে পরিবেশে একেবারেই নিজেদের মানিয়ে নিতে পারে না এই লিপস্টিক গাছ। আজওয়ান জেলায় মাঝেমধ্যেই ধস নামে। তাছাড়া জঙ্গল কেটে তৈরি হয় পিচের রাস্তা, কনক্রিটের ঘর-বাড়ি, বাজার। আবার ঝুম চাষও ব্যাপক পরিমাণে হয় এই জেলায়। এই সব বিষয়গুলো এই প্রজাতির গাছের জন্য একেবারেই প্রতিকূল। তাই সভ্যতার উন্নতির সঙ্গে আস্তে আস্তে হারিয়ে গিয়েছিল এই গাছও। এবার খানিকটা অপ্রত্য়াশিতভাবেই লিপস্টিক গাছের হদিশ পেলেন গবেষকরা।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy