রেলের টিকিটে যে PNR নম্বর থাকে এর অর্থ কী? এই নম্বর যাত্রীদের কী উপকারে আসে

ভারতীয় রেল এখন সাধারণ মানুষের লাইফ লাইন। প্রতিনিয়ত বহু মানুষ নিজেদের কাজে পৌঁছতে রেলকে ব্যবহার করে থাকে। দূরপাল্লার টিকিটের চাহিদা খুবই, তাই এই টিকিট সাধারণ মানুষ ৩ থেকে ৪ মাস আগে কেটে রাখেন। দূরপাল্লার টিকিট কাটার পরে প্রতি টিকিটে একটি করে পিএনআর নম্বর থাকে। এই নম্বরটি ১০ সংখ্যার। এই নম্বরটির দ্বারা কোনো যাত্রী নিজেই ইন্টারনেটে চেক করে নিতে পারেন, যে তাঁর টিকিটটি নিশ্চিত কি না এবং কোন আসন তাঁকে দেওয়া হয়েছে।

এই পিএনআর যাত্রীদের যাত্রায় অনেক সাহায্য করে সেটা অনেকেই জানেন না। তাহলে পিএনআর এর অর্থ কি? এই পিএনআর এর অর্থ হল যাত্রীর নাম রেকর্ড। যাত্রীর সব তথ্য এই নম্বরে রেকর্ড করা হয়ে থাকে। শুধুমাত্র যাত্রীদের আসন নির্দিষ্ট করতে এই নম্বর তৈরি করা হয়।

এই পিএনআর এর ১০ টি নম্বরের ভিন্ন অর্থ রয়েছে। প্রথম তিনটি নম্বর থেকে জানা যায়, কোন জোনের জন্য যাত্রী টিকিট সংরক্ষণ করেছেন। যেমন মুম্বই জোনের সংখ্যা ৮, তাই মুম্বই থেকে দিল্লির টিকিট সংরক্ষণ করা হলে যাত্রীর পিএনআর নম্বর শুরু হয় ৮ দিয়ে। বাকি নম্বর গুলোর ভিন্ন অর্থ রয়েছে। এছাড়া কোন ক্লাসে যাত্রী ভ্রমণ করছেন সেটাও উল্লেখ থাকে সেখানে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy