টানা ১০ বছর ধরে চলছিল রূপান্তরকামী মেয়ের সাথে প্রেম। আর সেই প্র্রেম এবার পূর্ণতা পেলো বিয়েতে। ছকভাঙ্গা বিয়ের সাক্ষী থাকলো কোচবিহারের জামালদাহ।
বিয়েতে ছিল এলাহী আয়োজন। বেশ জাকজমক ভাবেই দুই পরিবার সরল নবদম্পতির বিয়ের অনুষ্ঠান। পাত্রের নাম রূপকুমার রায় ও পাত্রীর নাম রিমি রায় তাদের দুজনের বাড়ি ধূপগুড়ি হলেও তারা থাকতেন জামালদাহ তে।
১০ বছরের প্রেমকে তারা পূর্ণতা দিয়েছে বিয়ে করে। বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে দুহাত ভোরে আশীর্বাদ দিয়েছেন দুই পরিবারের গুরুজনেরা। বিয়ে হয়েছে হিন্দুরীতি মেনেই। বিয়ে শেষে ছিল এলাহী খাওয়ারের আয়োজন।
বিয়ে করতে পেরে পাত্রপাত্রী দুজনেই জানিয়েছেন তাদের খুশির কথা। সমাজের মাঝে তারা এক ছক ভাঙা বিয়ের দৃষ্টান্ত স্থাপন করতে পেরে খুব খুশি। তাদের এই সম্পর্ককে সমাজ যে স্বীকৃতি দিয়েছে তাতাই তারা আরও বেশি খুশি হয়েছে।
সূত্র: দা ওয়াল