রুশ হামলায় ইউক্রেনের বিমানবন্দরের রানওয়ে অচল

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় ওডেসা বিমানবন্দরের প্রধান রানওয়েতে হামলা চালিয়ে অচল করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রুশ বাহিনী শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে।

শনিবার রাতে ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘নতুন রানওয়ে ধ্বংস হয়ে গেছে। তবে আমরা অবশ্যই এটিকে আবারও নির্মাণ করবো। কিন্তু ওডেসা কখনোই রাশিয়ার এমন আচরণ ভুলবে না’।

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ থেকে মিসাইল ছোড়া হয়েছে। এই বিমানবন্দর আর ব্যবহার করা যাবে না।

ওডেসা অঞ্চলের গভর্নর ম্যাক্সি মার্চেকো দাবি করেন, ‘রুশ বাহিনী ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে কেউ হতাহত হননি’।

হামলার ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বছরের জুলাইয়ে এই রানওয়ে উন্মুক্ত করা হয়। ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর।

সূত্র: আল জাজিরা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy