
মদপ্রেমীরা হয়তো এমন সুযোগের জন্যই অপেক্ষা করে থাকে। দিন দিন বেড়ে যাচ্ছে মদের দাম। আর এমন সময়ে ফ্রি এর মদ। এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে। আসলে একটি মদের বোতল ভরতি ট্র্যাক উলটে গিয়েছিল রাস্তায়। শুরু হয়ে যায় হইচই। কিন্তু দুর্ঘটনার জন্য নয়। কে আগে মদের বোতল নিয়ে চম্পট দিতে পারে তা নিয়ে। সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও ভাইরাল।
তামিলনাড়ুর মাদুরাইয়ের ভিরাগানুর এলাকায় ১০ লক্ষ টাকা মূল্যের মদের বোতল বহনকারী একটি গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় হাইওয়েতে উল্টে পড়ে সেই গাড়িটি। মদের বোতল সহ কার্টনগুলি হাইওয়ে জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে যাত্রীরা সেগুলি তুলতে শুরু করে এবং হইচই শুরু করে দেয়। জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ছিটকে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের মদের বোতল উদ্ধার করার ছবি এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ঠিক একইরকম আরেকটি ঘটনা ঘটেছিলো ২০ এপ্রিল মধ্যপ্রদেশের বারওয়ানির একটি সেতুতে বিয়ারের কার্টন বোঝাই একটি গাড়ি আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পর দর্শকরা ঘটনাস্থলে ছুটে এসে ব্রিজের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বিয়ারের বোতলগুলো তুলে নিতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উচ্ছিষ্ট বিয়ার কার্টন বাজেয়াপ্ত করে।