রাস্তার মাঝে আচমকা ভয়াবহ আগুন লেগে গেলো টাটার বাসে, ভয়ে আতঙ্কিত যাত্রীরা

ভয়ানক বিপদ থেকে অল্পের ভজন্য রক্ষা পেলেন ২০ জন যাত্রী। রাস্তায় চলার সময় দিল্লির এক রাস্তায় ট্রান্সপোর্ট কর্পোরেশন (DTC)-র চলন্ত সিএনজি চালিত বাসে হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সমস্ত বসে লেগে যায় আগুন। বাসের আগুন দেখে আতঙ্কিত হয়ে পরে বাসের যাত্রীরা অবাক হয়ে যায় রাস্তায় পথ চলতি মানুষেরা।

সেই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিথাকা বাসে আগুন জ্বলছে ভয়ানক ভাবে। আর সেই দুর্ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে বাস নির্মাণ সংস্থা টাটা মোটোর্স্ জারি করেছে এক বিবৃতি।

টাটা মোটর এক বিবৃতিতে জানিয়েছে “নতুন দিল্লির সিএনজি বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ভাগ্যজনক। ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি। যদিও আমরা আগুন লাগার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু বলতে পারছি না। সেটি এখন তদন্তের অধীন। অগ্নিকাণ্ডের আসল কারণ জানার বিষয়ে আমরা তদন্তকারী দলকে সব রকমের সহায়তা করব। গণপরিবহনের জন্য টাটা মোটরস নিরাপদ এবং উচ্চমানের যানবাহন নিয়ে আসার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।”

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy