রাষ্ট্রসঙ্ঘ: জনসংখ্যায় আগামী বছরই CHIN কে টোপকে যাবে INDIA

দ্রুত বেড়েই চলেছে জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধির কারণে ২০২৩ সালের মধ্যে চীনকে টোপকে যাবে ভারত। সোমবার প্রকাশিত রাষ্ট্রসংঘে ‘THE WORLD POPULATION PROSPECTS 2022’ শীর্ষক এক রিপোর্ট অনুযায়ী এই ধারণা করা হয়েছে।

চলতি বছরের নভেম্বর মাসেই ৮০০ কোটিতে পৌঁছবে বিশ্বের মোট জনসংখ্যা। রিপোর্ট অনুযায়ী ধারণা করা হয়েছে চীনের জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। এই কারণেই ২০২৩ সালের মধ্যে চীনকে টোপকে যেতে পারে ভারত।

রিপোর্টের তথ্যে জানা গেছে, পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতেও জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের জনসংখ্যা অনেকটাই বেড়ে যাবে, এমনটাই ধারণা করা হচ্ছে। রিপোর্ট থেকে জানা গেছে শুধু দক্ষিণ-পূর্ব এশিয়াতাই বিশ্বের ২৯ শতাংশ জনসংখ্যার বাস।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy