ইউক্রেন অভিযোগ করছে, রুশ বাহিনীর ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র বেসামরিক স্থাপনায় গিয়ে আঘাত হানছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে, পূর্বাঞ্চলের ভিনিৎসিয়া শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিন শিশুসহ অন্তত ২৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র অলেকজান্ডার মতুজিয়ানিস্ক স্থানীয় গণমাধ্যমকে জানান, মাত্র ৩০শতাংশ রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সামরিক স্থাপনায় আঘাত হানছে।
বাকি সব ক্ষেপণাস্ত্র অফিস ভবন এবং আবাসিক ঘরবাড়িতে আঘাত হানছে। খবর দ্যা গার্ডিয়ান ও ইউক্রেনফরমের।
ভিনিৎসিয়ার প্রাণকেন্দ্রের আবাসিক ভবনগুলোও রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে। এই ভবনগুলোতে প্রায় তিন লাখ ৭০ হাজার মানুষের বাস।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাবরই ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করার অভিযোগ অস্বীকার করে আসছে। ভিনিৎসিয়ায় এই হামলার ব্যাপারে তারা এখনো কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, কৃষ্ণ সাগরের একটি সাবমেরিন থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে।