রাশিয়া দুর্ভিক্ষের কথা বলে বিশ্বকে হুমকি দিচ্ছে : জেলেনস্কি

রাশিয়া দুর্ভিক্ষের কথা বলে ইউক্রেনসহ বিশ্বকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার রাতে নিয়মিত ভাষণে এ কথা বলেন তিনি।

জেলেনস্কি তাঁর ভাষণে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরে রুশ অবরোধের কথা উল্লেখ করেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন—এই বন্দরে অবরোধের জেরে বিশ্বব্যাপী খাদ্য সংকটের সৃষ্টি হতে পারে।

সম্ভাব্য ওই খাদ্য সংকটের কারণ—রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে ইউক্রেন বিশ্বজুড়ে প্রচুর কৃষিজ পণ্য রপ্তানি করেছে।

এদিন জেলেনস্কি তাঁর অভিযোগ পুনরুল্লেখ করে বলেন, কৃষ্ণসাগরে অবরোধ ইউক্রেনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মস্কোর কৌশলের অংশ ছিল।

জেলেনস্কি আরও অভিযোগ করেন, রুশ কর্মকর্তারা ‘বিশ্বকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে, বহু দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে।’

পশ্চিমা নেতাদের উদ্দেশে সরাসরি জেলেনস্কি প্রশ্ন করেন : ‘(রাশিয়ার হুমকির) ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অভিবাসনের মাত্রার ওপর কী ধরনের প্রভাব পড়বে? এর ধাক্কা কাটিয়ে উঠতে আপনাদের তখন কত মাশুল গুনতে হবে?’

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy