‘রাজা’ বন্দি নিজের দেশেই, মাহিন্দাসহ ১৭ জনের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেসহ মোট ১৭ জনের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত।

দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানায়, গত সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার অভিযোগে তাদের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাহিন্দা ছাড়াও তার শাসনামলের কয়েকজন মন্ত্রী ও এমপিও এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

সেদিন সকালে শহরের বাইরে থেকে গাড়ি দিয়ে শত শত সরকার সমর্থক শহরে আসে। পরে মাহিন্দার সঙ্গে বৈঠকের পর তারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে কলম্বো জুড়ে উত্তেজনা তৈরি হয়। তখন উত্তেজিত জনতা দেশটির কয়েকজন মন্ত্রী ও এমপিসহ সরকার সমর্থকদের বেধড়ক মারধর করে। কলম্বোজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিনই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন মাহিন্দা রাজাপক্ষে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সহিংসতার চেষ্টাকারীকে গুলি করে মারার ক্ষমতা দেশটির সেনা ও পুলিশ বাহিনীকে দেয়। বর্তমানে কারফিউ জারিসহ সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি রয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy