রাজধানী কলম্বোয় আবারও বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ না করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। হাজারো বিক্ষোভকারী জড়ো হন রাজধানী কলম্বোতে। গোতাবায়ার পদত্যাগের দাবি জানান তারা।

এদিকে, প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে টিয়ার শেল ছুড়েছে পুলিশ। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগ চাইছেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। অথচ তার পদত্যাগ করার কথা ছিল আজ। দেশটির প্রধানমন্ত্রী ও স্পিকার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত কররেছিলেন। যদিও গোতাবায়া সরাসরি কিছু বলেননি।

বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও জলের তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা পড়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ।

শ্রীলঙ্কার নাগরিকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy