যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ, দাবি তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা

সম্প্রতি একাধিক প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে।

সেই দলে যোগ দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। বন্দুক হামলায় নিহতের শেষকৃত্যে অংশ নিয়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান জানান তিনি। খবর বিবিসির।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে ১৪ মে একটি সুপারমার্কেটে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হন।

নিহত ব্যক্তিদের একজন ৮৬ বছর বয়সি রুথ হুইটফিল্ড। শনিবার তার শেষকৃত্যে অংশ নেন কমলা হ্যারিস। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

বাফেলোর ওই হামলার ১০ দিনের মাথায় টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছরের একজন বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১৯ শিশুশিক্ষার্থী ও তাদের দুই শিক্ষক প্রাণ হারান।

কমলা হ্যারিস এসব ছাড়াও অন্য হামলার প্রসঙ্গ তুলে বলেন, এবার বন্দুক সহিংসতাকে ‘যথেষ্ট হয়েছে’ বলার সময় এসেছে।

শেষকৃত্যে অংশ নেওয়া শোকার্তদের উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘সবাইকে এ ব্যাপারে একমত হয়ে অবস্থান নিতে হবে, আমাদের দেশে এসব আর ঘটতে দেওয়া যাবে না। এটা নিয়ে কিছু করার সাহস থাকা উচিত আমাদের। এ জন্য স্পষ্ট দুটি সমাধান হচ্ছে বন্দুকধারীর অতীত খুঁজে দেখা এবং আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy