‘মেয়েরা উত্তেজক পোশাক পরলে ধর্ষণ ঘটবে’, খোঁচা দিলেন অভিনেত্রী দেবলীনা

ভারতে প্রতিদিন বেড়েই চলছে ধর্ষণকাণ্ড। ২০২০ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮৮ জন মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। এই পরিসংখ্যান রীতিমতো শিউরে উঠবার মতো। এবার ধর্ষণকাণ্ড নিয়ে প্রতিবাদে শামিল অভিনেত্রী দেবনীলা কুমার।
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট শেয়ার করে নিজের মতামত ব্যক্ত করলেন উত্তম কুমারের নাতিবউ। বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন ব্যঙ্গের সুরে একটি ভিডিও বানিয়ে ধর্ষণের কারণ হিসাবে দায়ী করেছেন মেয়েদের ছোট পোশাককে। কারণে সমাজের কথাকথিত ধ্বজাধারীরা এমনটাই দাবি করে থাকেন।

হুল ফুটিয়ে কালকি বলেছেন, ‘ধর্ষণের কারণ তো নারী নিজেই! এমন কিছু পোশাক তারা পরেন, যা পুরুষদের উত্তেজিত করে। কারণ, তাদের চোখ আছে। তারা দেখেন।…. না হলে কী আর ধর্ষণের মতো ঘটনা ঘটে?’

সেই ভিডিওতে ফুটে উঠেছে ঠিক কোন কোন পোশাকে নারীকে দেখে উত্তেজিত হয় পুরুষ। শর্ট স্কার্ট, হট প্যান্ট থেকে বোরখা-সবটাই রয়েছে তালিকায়। শুধু খোলামেলা পোশাকে নয়, শরীর ঢাকা পোশাকেও নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। তাই তো কালকির সুরে সুর মিলে জনৈকা বলেই ফেললেন, ‘পৃথিবী যদি নারীশূন্য হত তা হলেই আর ধর্ষণের মতো ঘটনা ঘটত না’।

এই ভিডিও শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘অবশ্যই আমাদের দোষ আছে। আর আমাদের পোশাকের। পোশাক উত্তেজক হলে এ সব তো ঘটবেই!’ দেবলীনার এই পোস্টেও উড়ে এসেছে কটাক্ষ। সেই নিয়ে মাথা ঘামাচ্ছেন না-রাজ দেবলীনা। তিনি জানিয়েছেন, ‘‘ঝলকটি অত্যন্ত সময়োপযোগী। আমার সঙ্গে যদিও এই দুর্ঘটনা ঘটেনি। তবু মনে হয়েছে, এটি ভাগ করে নেওয়া দরকার। তাই করেছি’।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy