বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। মারাকানার ম্যাচটিতে মেসিকে নিষ্ক্রিয় করে রাখতে বলেছেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্কিনহোস। প্যারিসের ক্লাব পিএসজিতে মেসিকে সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। কাছ থেকে আর্জেন্টাইন ফুটবল মহাতারকার সামর্থ্য, পায়ের জাদু দেখছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। বয়স ৩৬ হয়ে গেলেও নিজের দিনে মেসি কী করতে পারেন, ভালোই জানা মার্কিনহোসের।
তাই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি, ‘মেসি জিনিয়াস ও বিশেষ প্রতিভার একজন ফুটবলার। বয়স হওয়া সত্ত্বেও সে সবসময়ই দারুণ সব পারফরম্যান্স করবে। বন্ধু ও সহকর্মী হিসাবে, প্যারিসে আমি তার খেলা উপভোগ করেছি এবং তার সঙ্গে থেকে সব দিক থেকেই বিকশিত হয়েছি।’
মার্কিনহোস আরও বলেন, ‘আগামীকাল, দুর্ভাগ্যবশত, মেসি প্রতিপক্ষ হিসেবে খেলবে। আমি আমার সতীর্থদের বলেছি তাকে থামাতে যেও না, কারণ তার জন্য এই শব্দটি সঠিক নয়। খেলায় তার অংশগ্রহণ সীমিত করার জন্য বলেছি। সে অসাধারণ একজন খেলোয়াড়। আমাদের অবশ্যই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ আর্জেন্টিনা যা করে তার বেশিরভাগই মেসির মাধ্যমে হয়।’