মৃত্যুর কয়েক ঘণ্টা আগে শেষ পোস্ট করেছিলেন কেকে, লিখেছিলেন………?

মৃত্যুবরণ করেছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলিউডের এই গায়ক। নজরুল মঞ্চে চলছিল অনুষ্ঠান, ওই সময় অসুস্থবোধ করেন। তারপর হোটেলে ফিরে যান তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন কেকে। তিনি লিখেছিলেন, নজরুল মঞ্চে লাইভ শোয়ে স্পন্দন টের পাচ্ছেন। সব দর্শক শ্রোতাদের ভালোবাসাও জানিয়েছিলেন সেখানে।

পোস্টের আর কয়েক ঘণ্টা পরেই এই শিল্পীর হৃদস্পন্দন থেমে যায়। এতে শোক আবহে ছড়িয়ে পড়ে দর্শক ও সংগীত জগতে।

কয়েক আগে পুনেতে অনুষ্ঠান করেছিলেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছিলেন সেই অনুষ্ঠানেরও। এরপর মঙ্গলবার আসেন কলকাতায়। আসার পথে মুম্বই থেকে বিমানে ওঠার আগে ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন কলকাতা যাওয়ার পথে ছবি।

সে সব ছবিই এখন ভক্ত-অনুরাগীদের আরও ব্যথিত করে তুলেছে মঙ্গলবার রাতে।

 

View this post on Instagram

 

A post shared by KK (@kk_live_now)

বেসিক হিন্দি গানে জনপ্রিয় কেকে। ১৯৯৭ সালে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে প্রথম প্লেব্যাক। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy