মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট প্রার্থী আবদেল মোনেইম আবুল ফোতুহ ও নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ভুয়া খবর ছড়ানো ও রাষ্ট্রদ্রোহের কারণে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আবদেল মোনেইম আবুল ফোতুহের বয়স ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বেশ কিছু রোগে ভুগছেন। তারপরও তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার দলের নেতা মোহাম্মদ আল-কাশেমকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড।
তাছাড়া ব্রাদারহুডের সাবেক নেতা মাহমুদ এজ্জাতকেও ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এরই মধ্যে অন্যান্য অভিযোগে একাধিক সাজা ভোগ করছেন।
এদিকে মানবাধিকার সংগঠনগুলো বারবার মিশরে এ ধরনের গণদণ্ডের সমালোচনা করছে ও ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যশনাল জানিয়েছে, ভিন্নমত দমনের জন্যই সরকার আবদেল মোনেইম আবুল ফোতুহ এবং মোহাম্মদ আল-কাশেমের মতো নেতাদের কারাদণ্ডের ব্যবস্থা করেছে।