সন্তানের জন্য মা-বাবার ভালোবাসা অকৃত্রিম-শর্তহীন। কোনো মা-বাবাই সন্তানের বিপদে বসে থাকতে পারেন না। যেকোনো কঠিন পরিস্থিতিতে ধরতে পারেন জীবন বাজি। সম্প্রতি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমনই এক নজির।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তার পাশেই শিশুরা বল নিয়ে খেলছে। হঠাৎ পাশ থেকে তিন বছর বয়সি একটি শিশু দৌড়ে রাস্তার দিকে চলে যায়। এমন অবস্থায় বিপরীত দিক থেকে গাড়ি আসতে দেখে সন্তানকে বাঁচাতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন মা। এরপর গাড়ির চালক হঠাৎ ব্রেক করলে সন্তানকে কোলে নিয়ে ফিরে আসেন তিনি।
টিআরটি ওয়ার্ল্ড গত ২০মে ভিডিওটি পোস্ট কর। সেখানে বলা হয়, ১৮ মে ব্রাজিলে ঘটনাটি ঘটেছে।
ভিডিওটি দেখে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা আবেগে আপ্লুত হয়েছেন। প্রকাশ করেছেন ভালোবাসা। একজন ব্যবহারকারী বলেন, ‘মায়ের ভালোবাসা শর্তহীন।’ অন্য একজন বলেন, ‘মা হচ্ছেন প্রকৃত যোদ্ধা।’
একজন বলেন, ‘মায়ের ভালোবাসা বা শক্তি অন্য কারো সঙ্গে মেলে না।’
অন্যদিকে, শিশুদের ছোটাছুটি করার স্বভাবকেও উল্লেখ করেছেন অনেকে।