‘মা সারদা’র পর এবার মুখ্যমন্ত্রী মমতাকে ‘ভগিনী নিবেদিতা’র সাথে তুলনা

তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ফের জড়ালেন বিতর্কে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার তিনি তুলনা করলেন ভগিনী নিবেদিতার সাথে। এর আগে তিনি মুখ্যমন্ত্রীকে একবার রানী রাসমণির সাথে তুলনা করেছিলেন। বিধায়কের এই মনিব্য নিয়ে ফের বিতর্ক নিয়েছে চরম আকার।

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভামঞ্চ থেকে বিশ্বজিৎবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকলের কথা ভেবে কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প করেছেন। এমন মানুষ দ্বিতীয় পাবেন? ভগিনী নিবেদিতাকে আমরা দেখিনি। শুনেছি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন উনি। তবে এমন একজন নেত্রীকে দেখছি যিনি সকলের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁর মধ্যে ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই।”

রাজ্যের বিরোধীরা তার সমালোচনায় হয়েছেন সরব। বিশ্বজিৎ দাসের শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। যদিও র্রাজ্যের শাসক দোল বিশ্বজিতের এই মন্তব্যকে বিতর্কিত হিসেবে মানতে নারাজ।

প্রসঙ্গত, একে আগেও রাজ্যের এক তৃণমূল বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে মা সারদার সাথে তুলনা করেছিলেন আর সেই নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে সেই সময় জানানো হয় এ ধরণের মন্তব্য তারা সমর্থন করেন না।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy