মায়ের কোল থেকে সদ্যোজাতকে তুলে নিয়ে খুবলে খেল কুকুর! চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

হাসপাতালের বেডে ঘুমন্ত মায়ের কোলে শুয়ে থাকা সদ্যোজাত শিশুকে তুলে নিয়ে গেল কুকুর। যতক্ষণে সন্ধান মিলল ততক্ষণে কুকুরের কামড়ে ছিন্ন-ভিন্ন রক্তাক্ত তিন দিনের শিশুটি। আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো যায়নি তাকে।

মঙ্গলবার (২৮ জুন) হরিয়ানা রাজ্যের এক হাসপাতালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রতিবেদন থেকে জানা গেছে, বেসরকারি একটি হাসপাতালে গত ২৫ জুন ওই শিশুটির জন্ম হয়। মঙ্গলবার শিশুটিকে নিয়ে ঘুমাচ্ছিলেন তার মা। অন্য ওয়ার্ডে ঘুমাচ্ছিলেন তার ঠাকুমা ও কাকিমাও।

সেই সময়ই সেখানে প্রবেশ করে কুকুরটি। সকলের অজান্তেই শিশুটিকে মুখে করে নিয়ে সে সেখান থেকে চলে যায়। পরে গভীর রাতে আচমকাই ঘুম ভেঙে ওই মহিলা দেখেন শিশুটি তার স্থানে নেই। শুরু হয় খোঁজ।

এরপরই হাসপাতালের কর্মীরা আবিষ্কার করেন, হাসপাতালের পাশের ফাঁকা জমিতে শিশুটিকে নিয়ে গিয়েছে কুকুরটি। তার কবল থেকে যখন একরত্তিকে উদ্ধার করা হয়, তখন সে রক্তাক্ত, ছিন্ন-ভিন্ন।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে কী করে হাসপাতালের ভিতর থেকে এভাবে শিশুটিকে তুলে নিয়ে যেতে পারল কুকুরটি।

উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী করে এমন ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে শিশুটির পরিবার। অবশ্য শিশুটির পরিবারের একাধিক সদস্য সেখানে উপস্থিত থেকেও বিষয়টি কেন খেয়াল করলেন না সেই প্রশ্ন হাসপাতাল কর্তৃপক্ষের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy