মালদ্বীপের মালেতে একটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে মালের ভারতীয় হাইকমিশনের আয়োজনে ইয়োগা অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির প্রাক্তন দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ করে আসছেন মালদ্বীপের মুসলিমেরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে, কালিমা খচিত সাদা পতাকা হাতে একদল লোক স্টেডিয়ামে প্রবেশ করলে সেখানে ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে ইয়োগার আসনে বসে থাকা লোকজন উঠে পড়েন। কেউ কেউ মালদ্বীপের পতাকার খুঁটি নিয়ে প্রতিরোধেরও চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও পিপার স্প্রে নিক্ষেপ করেছে পুলিশ।
বিশ্ব ইয়োগা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে দেড় শতাধিক মানুষ ইয়োগায় অংশ নেয়।
মালদ্বীপের বিক্ষোভকারী মুসলিমেরা এর আগে ইয়োগাকে ইসলামবিরোধী আখ্যা দেন। অনেকের হাতে এমন বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পাঁচ লাখের মতো জনসংখ্যার দেশ মালদ্বীপের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম।
পুলিশ সুপার ফাতমাহ নাসওয়া রয়টার্সকে জানান, এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সলিহ জানিয়েছেন, ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। টুইটে প্রেসিডেন্ট সলিহ বলেন, ‘বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের অতিসত্ত্বর আইনের আওতায় আনা হবে।’