মানহানি মামলায় হেরে যাওয়ার পর ‘জনিকে এখনও ভালোবাসি’, বললেন অ্যাম্বার

মানহানি মামলায় হেরে যাওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। জানালেন প্রাক্তন স্বামী জনি ডেপকে এখনো ভালোবাসেন তিনি।

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে অ্যাম্বার বলেছেন, ‘আমি এখনও তাকে ভালোবাসি। পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। আমার তাকে নিয়ে কোনো খারাপ অনুভূতি নেই কিংবা খারাপ ইচ্ছেও নেই। এটা বোঝা কঠিন, আবার সহজও। যদি কাউকে ভালোবেসে থাকেন কখনো, তাহলে বোঝা সহজ।’

ওয়াশিংটন পোস্টে দেয়া সাক্ষাতকারে অ্যাম্বার আরও জানান, তিনি আদালতে কিছু ভুল করলেও মিথ্যা বলেননি।

২০১৫ সালে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের। ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তোলেন অ্যাম্বার। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাম্বারের বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেন ডেপ। এরপর ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন অ্যাম্বার। গত ১ জুন মানহানির মামলার রায় জনি ডেপের পক্ষে দেন আদালত।

সূত্র: ডিএনএ

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy