মাদককাণ্ড : জামিনে মুক্তি পেলেন শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর

ফের বলিউডে মাদকযোগ। মাদকসেবনের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে রোববার রাতে আটক হয়েছিলেন চিত্রনায়িকা শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর। নতুন খবর, জামিনে মুক্তি পেয়েছেন সিদ্ধান্ত।

গত রোববার রাতে এক পার্টি থেকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয় বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তকে।

বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে বলিউড হাঙ্গামার খবর, জামিন পেয়েছেন সিদ্ধান্ত কাপুর। তার সঙ্গে জামিন পেয়েছেন আরও চার জন।

এর আগে পূর্ব বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার ভীম শঙ্কর গুলড এএনআইকে বলেছিলেন, ‘সিদ্ধান্ত কাপুরের মেডিকেল রিপোর্ট বলে তিনি মাদক সেবন করেছিলেন। আমরা ইতোমধ্যে তাঁকে গ্রেপ্তার করেছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করব।’

যা হোক, পুলিশ তলব করলে সিদ্ধান্ত কাপুর ও অপর চার জনকে থানায় হাজির হতে হবে।

ইন্ডিয়া টুডের খবর, রোববার রাতে এক পার্টি থেকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয় বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তকে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

খবরে প্রকাশ, ওই মাদক-পার্টির খবর আগেই পৌঁছেছিল পুলিশের কানে। এমজি রোডের যে বিলাসবহুল হোটেলে আসর বসেছিল, সেখানে হানা দেয় বেঙ্গালুরু পুলিশ। সন্দেহভাজন কয়েক জনের নমুনা পরীক্ষা করলে সিদ্ধান্ত কাপুরের ফল পজিটিভ আসে।

হিন্দুস্তান টাইমসের খবর, সন্দেহভাজন ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠায় বেঙ্গালুরু পুলিশ। দেখা যায়, সিদ্ধান্ত কাপুরসহ সেখানে উপস্থিত আরও ছয় ব্যক্তি মাদক সেবন করেছিলেন।

২০২০ সালে মাদক-বিতর্কে নাম জড়িয়েছিল শ্রদ্ধা কাপুরের। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy